ডুমুরিয়ায় ইমামের ১৫ দিনের জেল

প্রকাশ | ১৯ জুলাই ২০১৮, ০০:০০

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
খুলনার ডুমুরিয়ায় ‘বামুন্দিয়া পূবর্পাড়া জামে মসজিদ’ তালাবদ্ধ করে রাখার অপরাধে মাও. মুফতী ফকরুল হাসান কাশেমীকে ১৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে উপজেলা নিবার্হী অফিসার মোছা. শাহনাজ বেগম এ অভিযান পরিচালন করেন। আদালত সূত্রে জানা যায়, মসজিদ পরিচালনা কমিটিতে আধিপত্য বিস্তার নিয়ে গত ১৪ জুলাই দুপুরে ফকরুল হাসান ডুমুরিয়া উপজেলার বামুন্দিয়া পূবর্পাড়া জামে মসজিদে তালা ঝুলিয়ে দিয়ে বাড়ি চলে যায়। পরে এলাকাবাসী মসজিদে তালা দেখেই প্রতিবাদ জানালে ফখরুল এসে তালা খুলে দিতে বাধ্য হয়। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। একপযাের্য় স্থানীয় মুসল্লিরা উপজেলা নিবার্হী অফিসারের কাছে বিচার চান। তিনি (ইউএনও) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮৬০-এর ২৯১ ধারা মতে মাওলানা মুফতী ফকরুল হাসান কাশেমীকে (৪৫) ১৫ দিনের বিনাশ্রম কারাদÐ প্রদান করেন। ফকরুল হাসান বামুন্দিয়া গ্রামের আবুল কাশেম গোলদারের ছেলে। তিনি খুলনা রেলওয়ে মাকের্ট জামে মসজিদে ইমামতি করেন। মসজিদ কমিটির সভাপতি আফসার শেখ বলেন, গত ১৬ সালে আমাদের ৩ বছরের কমিটি হয়। এখন ফখরুল এসে অবৈধভাবে নিজেকে সভাপতি দাবি করে মসজিদে তালা ঝুলিয়ে দেয়। পরে এলাকার সবাইকে নিয়ে প্রতিবাদ করলে মসজিদ খুলে দিতে বাধ্য হয়।