সান্তাহার সাইলোতে স্থান সংকট, কাযর্ক্রম ব্যাহত

প্রকাশ | ১৯ জুলাই ২০১৮, ০০:০০

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে নিমার্ণ করা সাইলোতে বহুতল খাদ্যগুদামের ধারণ ক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। মাত্র সাড়ে পঁাচ হাজার মেট্রিকটন চাল নেয়ার পর আর কোনো জায়গা খঁুজে পাচ্ছে না এখানকার কমর্কতার্রা। ফলে বগুড়া ও নওগঁার জেলা খাদ্য কমর্কতার্র দেয়া চাহিদা মোতাবেক চাল গ্রহণ করতে পারবেন না বলে জানিয়ে দেয়া হয়েছে। জানা গেছে, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন অগার্নাইজেশন (জাইকা)’র আথির্ক সহায়তায় প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে উপজেলার সান্তাহার খাদ্যশস্য সাইলো চত্বরে এশিয়ার প্রথম এই নতুন প্রতিষ্ঠান নিমার্ণ করা হয়েছে। নিমার্ণ ঠিকাদারী প্রতিষ্ঠান জাপানের মেসাসর্ শিমুজি করপোরেশন। প্রকল্প গ্রহণ ও নিমার্ণ কাজের শুরু থেকে এমন কি উদ্বোধনের সময়ও বলা হয়েছে যে, শীতাতপ নিয়ন্ত্রিত এই গুদামে মজুদ ধারণ ক্ষমতা ২৫ হাজার মেট্রিকটন এবং এখানে রাখা চালের গুণগতমান একই রকম থাকবে বছরের পর বছর, ছুঁতে পারবে না কোনো পোকা-মাকড়। ২০১৭ সালের ২৬ ফেব্রæয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে এটি উদ্বোধন করানো হয়। উদ্বোধনের প্রায় দেড় বছরের মাথায় পুরোপুরি চাল মজুদ কাযর্ক্রম শুরু হয়েছে চলতি ইরি-বোরো চাল সংগ্রহ মৌসুমে। কাযর্ক্রম শুরুর পর দেখা দিয়েছে স্থান সংকট এবং বিদ্যুৎ ঘাটতিরও ঘটনা। এ বিষয়ে সান্তাহার খাদ্যশস্য সাইলোতে যোগাযোগ করা হলে নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কমর্কতার্ স্থান সংকটে চাল গ্রহণে অপারগতা প্রকাশ করার বিষয়টি নিশ্চিত করেন।