৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনের চিত্র
কেন্দুয়ায় হরতালের সমর্থনে মিছিল দুমকিতে মাঠে নেই বিএনপি দুপচাঁচিয়ায় রেল স্টেশনে নিরাপত্তা জোরদার
প্রকাশ | ২১ নভেম্বর ২০২৩, ০০:০০
স্বদেশ ডেস্ক
নির্বাচনী তফসিল বাতিল, সিইসির পদত্যাগসহ সরকার পতনের একদফা দাবিতে বিএনপির ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন ছিল সোমবার। এদিন বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। তবে পটুয়াখালীর দুমকিতে মাঠে দেখা যায়নি বিএনপির কোনো নেতাকর্মীকে। সেখানে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। এদিকে দেশের গুরুত্বপূর্ণস্থানসহ বগুড়ার দুপচাঁচিয়ায় রেল স্টেশনের নিরাপত্তা জোরদারে আনসার সদস্য মোতায়েন করা হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা ও কেন্দুয়া প্রতিনিধি জানান, নেত্রকোনা-৩, কেন্দুয়া-আটপাড়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক উপদেষ্টা রোটারিয়ান এম. নাজমুল হাসানের নেতৃত্বে সোমবার হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তৃতা করেন বিএনপি নেতা রোটারিয়ান এম. নাজমুল হাসান, কেন্দুয়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল ও ছাত্রদলের নেতারা।
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : হরতাল কর্মসূচির দ্বিতীয় দিনে দুমকিতে স্বাভাবিকের তুলনায় যানবাহন চলাচল কিছুটা কম হলেও অন্য দিনে তুলনায় স্বাভাবিক ছিল। তবে মাঠে নেই বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। পটুয়াখালী তথা দুমকির প্রবেশদ্বার লেবুখালির পায়রা সেতুর টোল পস্নাজা ছাড়াও চরগরবদি ফেরিঘাট, বোর্ড অফিস বাজার, তালতলি বাজার, রাজাখালী, নতুন বাজার, সাতানী বাজার, লেবুখালী পাগলার মোড় এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে ঢাকার পরিবহণ চলাচল কিছুটা কম হলেও বরিশাল-কুয়াকাটা, বরিশাল-বাউফল রুটে যান চলাচল ছিল আগের মতোই। বগা ফেরিঘাট দিয়ে ঢাকা-বাউফল, ঢাকা-দশমিনায় চলাচলকারী চেয়ারম্যান, তেতুলিয়া, মুন, ডলফিন ও বেপারী পরিবহণের গাড়ি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।
পায়রা সেতুর টোল পস্নাজার সুপারভাইজার সাইফুল ইসলাম বলেন, ঢাকার পরিবহণ চলাচল কিছুটা কম হলেও অভ্যন্তরীণ রুটে যান চলাচল ছিল স্বাভাবিক।
দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান বলেন, 'আমরা জনগণকে নিয়ে হরতাল পালন করছি।' মাঠে কোনো নেতাকর্মীদের দেখা না পাওয়ার বিষয়ে বলেন, 'আমরা মাঠে আছি। আন্দোলন তো একদিনে শেষ হয়ে যায়নি। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে না আনা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।'
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ ও নাশকতা কর্মকান্ড রোধে বগুড়ার দুপচাঁচিয়ায় দু'টি রেল স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে গত ১৫ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। রেল স্টেশন এলাকায় যে কোনো নাশকতার ঘটনা রোধ করতে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
তালোড়া রেল স্টেশনে দায়িত্ব পালনরত আনসার সদস্য আব্দুল মান্নান বলেন, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দিন ও রাতে রুটিনমাফিক পালাক্রমে এ রেল স্টেশনে দায়িত্ব পালন করছেন।
দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার জানান, হরতাল-অবরোধের নামে বিএনপি-জামায়াত নানা ধরনের নাশকতা কর্মকান্ড চালিয়ে আসছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নাশকতা রোধে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহলের পাশাপাশি আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছেন। এরই ধারাবাহিকতায় উপজেলার তালোড়া ও আলতাফনগর রেল স্টেশনে সার্বক্ষণিক আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।