কেন্দুয়ায় বিএনপির সাবেক সম্পাদকসহ ১৮৫ জনের নামে মামলা

প্রকাশ | ২১ নভেম্বর ২০২৩, ০০:০০

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলালকে প্রধান আসামি করে ১৮৫ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে রোববার কেন্দুয়া থানায় নাশকতার অভিযোগে মামলা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের কেন্দুয়া-তাড়াইল মহাসড়কের বাট্রা কাচারি রোড এলাকায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী উপজেলা বিএনপির সাবেক সম্পাদক দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শনিবার রাতে সরকার পতনের উদ্দেশে নাশকতার চেষ্টা করেন। এ ব্যাপারে কেন্দুয়া থানার এসআই তাপস বনিক বাদী হয়ে উপজেলা বিএনপির সাবেক সম্পাদক দুলালকে প্রধান আসামি করে ১৪৫ জনের নাম উলেস্নখ ও অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলাটি করেছেন।