সাইনবোর্ড টাঙিয়ে দায়িত্ব শেষ, পোস্টারে ঢেকে যাচ্ছে পরিষদের দেয়াল
প্রকাশ | ২১ নভেম্বর ২০২৩, ০০:০০
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দেয়াল পরিস্কার পরিচ্ছন্ন রাখতে আইনী নোটিশি সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে চিলমারী উপজেলা প্রশাসন। এরপরও বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীদের পোস্টারে ঢেকে যাচ্ছে বিভিন্ন দপ্তরের দেয়াল। সোমবার উপজেলা পরিষদ চত্ত্বর ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এদিকে আইনী নোটিশ উপেক্ষা করে বিভিন্ন সরকারী দপ্তরের দেয়ালে যত্রতত্র পোস্টার লাগানোয় ক্ষোভ প্রকাশ করেছেন পরিষদে আসা অনেক সেবা গ্রহিতা।
রাণীগঞ্জ থেকে আসা আব্দুস সালাম বলেন, 'নিষেধাজ্ঞা জারি করে সাইনবোর্ড টাঙানো হয়েছে লোক দেখানো মাত্র। এর কোন প্রয়োগ নেই।' রমনা থেকে আসা মাহফুজার রহমান নামে আরেকজন বলেন, 'যদি আইনের কোন প্রয়োগ নাই থাকে তাহলে এমন নোটিশ টাঙানোর দরকার কি।'
উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম বলেন, যদি কেউ আইন অমান্য করে তাহলে এ বিষয়ে লিখন ও পোস্টাল লাগানো (নিয়ন্ত্রণ) আইনে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।