রংপুরে নাশকতা মামলায় বিএনপিসহ ৫ নেতার ১০ বছর সাজা
প্রকাশ | ২১ নভেম্বর ২০২৩, ০০:০০
রংপুর প্রতিনিধি
রংপুরে নাশকতার মামলায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের ৫ নেতার ১০ বছর সশ্রম কারাদন্ড হয়েছে। এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের সাজা দিয়েছেন আদালত। রংপুরের অতিরিক্ত জেলা জজ আদালত-১ বিচারক কৃষ্ণ কান্ত রায় সোমবার এই রায় দেন। এ সময় রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন ছাড়া বাকিরা অনুপস্থিত ছিলেন। বাকি আসামিরা হলেন- জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান লাকুস, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসান সোহাগ এবং যুবদলকর্মী আরিফ হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২০ মের হরতালের আগের রাতে রংপুর পলিটেকনিক কলেজের পুকুর পাড়ে হরতালে নাশকতা সৃষ্টির জন্য শলাপরামর্শ করছিলেন বেশ কয়েকজন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে বিস্ফোরকদ্রব্য উদ্ধার করে। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী বাদী হয়ে মহানগর কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।