অবাধে বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস

প্রকাশ | ১৯ মার্চ ২০১৯, ০০:০০

ধর্মপাশা (সুনামগঞ্জ) সংবাদদাতা
সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলার বিভিন্ন হাটবাজার এলাকায় সিলিন্ডার গ্যাসের ছড়াছড়ি। নিয়মনীতি ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ছাড়াই অবাধে মুদি দোকান, লাকড়ি, পস্নাস্টিক সামগ্রী ও টিনের দোকান, ফোন-ফ্যাক্সের দোকান, সেলুন, স্যানিটারির দোকানে সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে। এতে ঝুঁকিতে রয়েছে শিশু, নারীসহ সাধারণ মানুষ। খোঁজ নিয়ে জানা যায়, ধর্মপাশা উপজেলায় ১০টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গ্যাস বিক্রি হচ্ছে অবাধে। এতে এই গ্যাস ব্যবহারে অভ্যস্ত সাধারণ মানুষ বিপাকে পড়ে। বাসাবাড়িতে গ্যাসলাইন না থাকায় তারা সিলিন্ডার গ্যাসনির্ভর হয়ে পড়ে। প্রথম দিকে সিলিন্ডার গ্যাস কিছুটা নিয়মের মধ্যে বিক্রি হলেও এখন হচ্ছে না। নিয়ম না মেনে শুধু ট্রেড লাইসেন্স নিয়ে আবার কেউ কেউ অনুমোদন ও লাইসেন্স ছাড়াই এই জ্বালানি ব্যবসা চালিয়ে যাচ্ছে। এসব দোকানে নেই আগুন নির্বাপক যন্ত্র। বড় কোনো দুর্ঘটনা ঘটলে প্রতিকার জানা নেই। জনবহুল আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণভাবে এ ব্যবসা চললেও দেখার কেউ নেই। সিলিন্ডার গ্যাসের ছড়াছড়ি আর বেচার হিড়িকের কারণে দুর্ঘটনাও ঘটছে। সফিপুর বাজারের ফাতেমা স্যানিটারির কর্মচারী আল-আমীন বলেন, 'আমরা ছোট-বড় সব ধরনের গ্যাস সিলিন্ডার বিক্রি করে আসছি। অনুমোদন বা লাইসেন্সের ব্যাপারে আমার কিছু জানা নেই।' ধর্মপাশায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, 'যত্রতত্র সিলিন্ডার গ্যাস বিক্রি বিপজ্জনক। ফায়ার সার্ভিস ও বিস্ফোরক লাইসেন্স ছাড়া বিক্রি অবৈধ। যারা অনুমোদন না নিয়ে ব্যবসা করছে তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।'