কারাভোগ শেষে দেশে ফিরছে ৪ বাংলাদেশি

প্রকাশ | ১৯ মার্চ ২০১৯, ০০:০০

টেকনাফ(কক্সবাজার) সংবাদদাতা
বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে মিয়ানমার থেকে দেশে ফিরছে ৪ বাংলাদেশি। তাদের ফেরত আনতে বুধবার সকাল ১১টায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রতিনিধি দল মিয়ানমারে যাচ্ছে। রোববার দিনগত রাত ১২টার দিকে এসব তথ্য জানিয়েছেন টেকনাফ-২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দার, যিনি ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। টেকনাফ-২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ বাংলাদেশিকে আটক করেছিল মিয়ানমার কর্তৃপক্ষ। কারাভোগ শেষ হওয়ায় তাদের দেশে ফেরত আনার উদ্যোগ নেয় বিজিবি। অবশেষে বুধবার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হবে।