ট্রেনে কাটা পড়ে তিনজন ও গণপিটুনিতে একজন নিহত

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০

স্বদেশ ডেস্ক
দুই জেলায় ট্রেনে কাটা পড়ে তিনজন ও এক জেলায় চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃতু্য হয়েছে। এর মধ্যে ট্রেনে কাটা পড়ে রাজবাড়ীর কালুখালীতে দু'জন ও গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া রেলওয়ে স্টেশনে একজন নিহত হয়। অন্যদিকে, নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে চোরের মৃতু্য হয়েছে বলে জানা গেছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি জানান, রাজবাড়ীর কালুখালীতে ট্রেনে কাটা পড়ে দু'জনের মৃতু্য হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার সূর্য্যদিয়া রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি কালুখালী আসছিল। এ সময় চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে ভ্যানযোগে সূর্য্যদিয়া যাওয়ার পথে সূর্য্যদিয়া রেলগেটে রেললাইনে ভ্যানটি উঠে পড়লে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দু'জন নিহত হন। নিহত ভ্যানযাত্রী উপজেলার রতনদিয়া ইউনিয়নের কামিয়া গ্রামের মৃত দতো খাঁর পুত্র খয়ের খাঁ এবং ভ্যান চালক বালিয়াকান্দি উপজেলার রামদিয়া গ্রামের আলমগীর হোসেন। সংবাদ পেয়ে রাজবাড়ী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরত হাল রিপোর্ট করে। সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে খোকন নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে ওই স্টেশনে এ ঘটনা ঘটে। সাঘাটার বোনারপাড়া জিআরপি থানার ওসি সুমন পারভেজ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, সকাল ১১টার দিকে শান্তাহার-বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস বোনারপাড়ার ডিমলা পদুমশহর রেল ব্রিজ পৌঁছায়। এরই মধ্যে ট্রেনটিতে কাটা পড়ে খোকন মিয়া নামের এক পথচারী নিহত হয়েছেন। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বাড়িতে চুরি করতে গিয়ে রায়হান (২২) নামে এক যুবক ধরা পড়ে গণপিটুনিতে আহত হলে হাসপাতালে নেওয়ার পর তার মৃতু্য হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোর ৫টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া তাঁতিপাড়া গ্রামে। জানা গেছে, একই গ্রামের জালালের ছেলে রায়হান অপরাপর চোরদের নিয়ে প্রবাসী ফারুকের বাড়িতে চুরি করতে যায়। রায়হান ওই বাড়ির ছাদের দরজা দিয়ে ভেতরে ঢুকে আলমারি ভেঙে মালামাল জড়ো করতে থাকে। তখন গৃহকর্ত্রী টের পেয়ে প্রধান গেটে তালা লাগিয়ে দেন। এরপর ডেকে লোক জড়ো করেন। ততক্ষণে বাইরে থাকা চোরেরা পালিয়ে যায়। কিন্তু রায়হান বিষয়টি টের না পেয়ে মালামাল জড়ো করায় লিপ্ত থাকে। ওই অবস্থায় উত্তেজিত জনতা এসে তাকে গণপিটুনি দেয়। সংবাদ পেয়ে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।