বিভিন্ন অভিযোগে পাঁচ জেলায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় খাগড়াছড়িতে দুই ইটভাটায় এক লাখ টাকা জরিমানা ও জ্বালানি কাঠ জব্দ, চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গবন্ধু টানেল মুখে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, ময়মনসিংহের ভালুকায় বনবিভাগের উচ্ছেদ, বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে তিনজনের জেল জরিমানা এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টর ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
স্টাফ রিপোর্টর, খাগড়াছড়ি জানান, খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়ি ইউনিয়নে অবৈধভাবে গড়ে ওঠা দুটি ইট ভাটায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার অভিযানে ইটভাটায় কাঠ পোড়ানোর অপরাধে দুটি ইট ভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা ও জ্বালানি কাঠ জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এরফান উদ্দিন। উপজেলার কমলছড়ি এলাকার মেসার্স এবিসি ইটভাটার মালিক মো. লাতু এবং আরশি ইটভাটার মালিক হারুন মিয়ার ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের প্রবেশ মুখে চট্টগ্রামের আনোয়ারা প্রান্তে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুলস্নাহ্ আল মুমিন। অভিযানে সহযোগিতা করেন স্থানীয় চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ।
অভিযান চলাকালে ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, এলাকার কিছু লোক ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত নিয়ে এসব দোকান ভাড়া দিয়েছেন তাদের কাছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুলস্নাহ্ আল মুমিন বলেন, 'টানেলের প্রবেশ মুখে অর্ধশতাধিক ভ্রাম্যমাণ দোকান ও অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এতে টানেলে প্রবেশে বাধার সৃষ্টি হচ্ছে। অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয় এবং তাদের সতর্ক করা হয়।'
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জের হবিরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে স্থাপনাসহ সীমানাপ্রাচীর ভেঙে গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় বনবিভাগ। সোমবার বনবিভাগের ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিটের অধীনে সিএস ০৯ দাগে জনৈক আলম, সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করেন খবর পেয়ে ভালুকা রেঞ্জ কর্মকর্তা হারুন অর রশিদ উপস্থিত থেকে ভেঙে গুঁড়িয়ে দেন। এ সময় হবিরবাড়ী বিট কর্মকর্তা আশরাফুল আলম খান, কাদিগড় বিট কর্মকর্তা আনোয়ার হোসেনসহ রেঞ্জের সব স্টাফ উপস্থিত ছিলেন।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির অন্তাহার গ্রামের গোলাম মোস্তফার ছেলে সাব্বির হোসেন (২০), পাইকপাড়া গ্রামের দেলুয়ার হোসেনের ছেলে রেজা ইসলাম (২৪) ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার হান্তা বাসন্তপুর গ্রামের বাদল ঘোষের ছেলে সুজন ঘোষ (৩২)। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘির উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার এই রায় দেন।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বাজারে অবৈধভাবে গড়ে ওঠা অর্ধশতাধিক দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সরওয়ার উদ্দীন ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজরিন সুলতানা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মার্কেটের ভেতর হাঁটা-চলার রাস্তা, বিদ্যমান বৈধ দোকানের সামনে অবৈধভাবে নির্মিত দোকানপাট এবং কমন স্পেসে গড়ে ওঠা অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয়।
অভিযান প্রসঙ্গে সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, মার্কেটে আগত ক্রেতা যেন নির্বিঘ্নে চলাফেরা ও কেনাকাটা করতে পারেন সে লক্ষ্যে উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরের নির্দেশে অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ একরামুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বর, বাজার কমিটির সেত্রেম্নটারি প্রমুখ।