সড়ক দুর্ঘটনা

চার জেলায় নিহত ৮

প্রকাশ | ২১ মার্চ ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
স্বদেশ ডেস্ক সড়ক দুর্ঘটনায় চার জেলায় ৮ জন নিহত হয়েছেন। তন্মধ্যে গোপালগঞ্জে ৩ মোটরসাইকেল আরোহী, নাটোরে ২, কক্সবাজোরে ২ ও গাইবান্ধায় একজন নিহত হয়েছেন। গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি রেল ক্রসিং-এ ট্রেনের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে যে কোনো সময় তারা এই দুর্ঘটনার শিকার হয়। নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- শহরের ইসলামবাগ এলাবাগ এলাকার সিদ্দিক সিকদারের ছেলে রাজু সিকদার (২৫), মোহাম্মদ পাড়া এলাকার কামরুল চৌধুরীর ছেলে তানভীর চৌধুরী রকি (১৯) এবং সায়দান মোলস্নার ছেলে লেবু মোলস্না (২০)। এলাকাবাসী ধারণা করছে নিহত যুবকেরা সদর উপজেলার ভেন্নাবড়ি রেলক্রসিং পার হবার সময় রেলের ধাক্কায় নিহত হয়। তারা এ সময় হয়তো শহরের দিকে বাসায় ফিরছিল। ওই রেলক্রসিংটিতে কোনো পাহারাদার না থাকায় এলাকাবাসী অভিযোগ করে বলেন, এখানে পাহারাদার থাকলে এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটতো না। তারা গোপালগঞ্জের সব রেলক্রসিং-এ পাহারাদার নিয়োগের দাবি জানিয়েছে। গোপালগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত ১১টার দিকে গোপালগঞ্জে এসে পৌঁছায়। দুর্ঘটনাস্থলে একটি রেলক্রসিং রয়েছে। ধারণা করা হচ্ছে, এই তিন যুবক মোটরসাইকেলে করে রেললাইন ক্রস করার সময় ট্রেনের নিচে পড়ে কাটা পড়ে সেখানেই পড়ে থাকে। পুলিশ ভোর সাড়ে ৬টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে রেলওয়ে পুলিশ লাশ তিনটি পরিবারের কাছে হস্তান্তর করার জন্য গোপালগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। নাটোর প্রতিনিধি: নাটোরে আলাদা সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ২০জন আহত হয়েছে। নাটোরের বড়াইগ্রামে পিকআপ ভ্যান খাদে পড়ে এক জন নিহত অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর ১৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও নাটোরের বিভিন্ন হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে নাটোরের বড়াইগ্রাম ও সিংড়ায় এ দুর্ঘটনা দুটি ঘটে। সুন্দরগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাকের চাপায় সুমি আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতানতলা বাজারের পশ্চিমে শাখা মারা ব্রিজের নিকট এ দুর্ঘটনা ঘটেছে। নিহত সুমি আক্তার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র জানের পাড় গ্রামের আ. গনি খানের মেয়ে ও করুণাময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে নির্মাণসামগ্রী ভর্তি একটি মিনিট্রাক উল্টে দুই শ্রমিক নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মাতারবাড়ী সড়কের ভাঙা ব্রিজের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাতারবাড়ীর ফুলজান মোরা এলাকার আব্দুল করিমের ছেলে সেকান্দর উদ্দিন (২৮) ও মাঝের ডেইল গ্রামের নাছির উদ্দিনের ছেলে রিমন (২২)। আহতরা চকোরিয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসাধীন।