পঞ্চগড়-১ আসনের আ'লীগ মনোনীত প্রার্থীকে শোকজ
প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে শোকজ করেছেন নির্বাচন অনুসন্ধান কমিটি। বুধবার লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছেন পঞ্চগড়-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও পঞ্চগড় যুগ্ম জেলা ও দায়রা জজ মোছা. মার্জিয়া খাতুন।
কারণ দর্শানো নোটিশে বলা হয়, গত ২ ডিসেম্বর রাতে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পানিমাছ পুকুরি নামক বাজারে নির্বাচনী প্রচারণার আয়োজন করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়া।
এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পলস্নব বক্তব্যে বলেনম, কেউ স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন ও নির্বাচনী সংযোগ করলে সেই সব সমর্থককে হাড়হাড্ডি ভেঙে দেওয়া হবে। এবং বিপরীত প্রার্থীর সমর্থকদের হুমকি প্রদান করেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১১ (ক) এবং ১২ ধারার বিধান লঙ্ঘন।