বাউয়েটের রেজিস্ট্রারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০
ী
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল শেখ শামীম হোসেন (অব.) আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের (এজুকেশন ডিভিশন) নির্দেশনা অনুযায়ী, চার বছর চাকরির মেয়াদ শেষে ৬ ডিসেম্বর থেকে অবসরে গেছেন। এ উপলক্ষে বাউয়েট ফ্যাকাল্টি অ্যান্ড অফিসার্স মেসে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহীনুর আলম।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি বিদায়ী রেজিস্ট্রারকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন- পিএমসি এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. নাসির উদ্দীন, পিএইচডি। এ ছাড়া গত ৪ ডিসেম্বর বিদায়ী রেজিস্ট্রারের সম্মানে বাউয়েট ফ্যাকাল্টি অ্যান্ড অফিসার্স টি-রুমে কেন্দ্রীয়ভাবে টি-ব্রেকের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অবসরপ্রাপ্ত প্রর্ণল মোহাম্মদ হামিদুল হক, পিএসসি, সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী এবং কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি