দেশে দারিদ্র্যতা হার নিচে নামিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য -নৌপরিবহণ প্রতিমন্ত্রী

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে হানাদার মুক্ত দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি -যাযাদি
নৌপরিবহণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, 'বাংলাদেশের দারিদ্র্যতা ৪২ পার্সেন্ট ছিল। আমরা এই ১৫ বছরে বাংলাদেশের দারিদ্র্যতা ১৮ পার্সেন্টে নামিয়ে এনেছি। অতি দারিদ্র্যতা ছিল প্রায় ১৬ পার্সেন্টের ওপড়ে, এখন তা পাঁচ পার্সেন্টে নেমে এসেছে। আমেরিকার মতো দেশে এখনো দারিদ্র্যতা ১৫ থেকে ১৬ পার্সেন্ট। সেখানে বাংলাদেশের দারিদ্র্যতা ১৮ পার্সেন্ট। আমাদের টার্গেট আমরা বাংলাদেশের দারিদ্র্যতা ১৬-এর নিচে নামিয়ে আনব। বর্তমান মুক্তিযুদ্ধের চেতনার সরকারের এটা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় দিনাজপুরের বোচাগঞ্জ রবীন্দ্র-নজরুল মঞ্চে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত হানাদার মুক্ত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বীর মুক্তিযোদ্ধা মো. জাফরুলস্নাহর সভাপতিত্বে সভায় সেতাবগঞ্জ পৌর মেয়র মো. আসলাম, বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে শামসুল আলম, আফজাল হোসেন নাবু, বিশিষ্ট জনদের মধ্যে কাল্ব'র সাবেক সেক্রেটারী মজিবর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি নজরুল ইসলাম নজু প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ডালিম সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলীসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।