মেঘনায় ৩৩ জেলের দন্ড

প্রকাশ | ২২ মার্চ ২০১৯, ০০:০০

স্টাফ রিপোর্টার, ভোলা
নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে ৩৩ জেলেকে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেনের আদালত এই দন্ড দেন। এ সময় ১৫ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়। সদর উপজেলা মৎস্য অফিসার আসাদুজ্জামান জানিয়েছেন, বুধবার গভীর রাত থেকে শুরু করে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা অভিযান পরিচালনা করেন। উলেস্নখ্য, মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার (অভয়াশ্রম) এলাকায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার।