ইসলামপুরে ভুট্টার বাম্পার ফলন

প্রকাশ | ২২ মার্চ ২০১৯, ০০:০০

ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের ইসলামপুরে প্রত্যন্ত অঞ্চলে চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে ভুট্টা চাষে আশানুরূপ ফলন হওয়ায় কৃষকদের মুখে দেখা দিয়েছে হাসির ঝিলিক। জানা যায়, আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে উপজেলার কুলকান্দি,বেলগাছা, সাপধরী, পাথর্শী চিনাডুলী, পলবান্ধা, গাইবান্ধা, ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ভুট্টা চাষ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, চলতি বছর ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৯৯০ হেক্টর কিন্তু তা ছাড়িয়ে ১ হাজার ২৯৫ হেক্টর জমিনে আবাদ করা হয়েছে। চরাঞ্চল ও প্রত্যন্ত এলাকার কৃষকগণ সহজে ভুট্টা চাষ করে অন্য ফসলের তুলনায় বেশি আয় করছে। পলবান্ধা ইউনিয়নের চাষী আনোয়ার হোসেন জানান, মাত্র ৩/৪ মাসের মধ্যে এ ফলন ঘরে তুলতে পারি। ভুট্টা আবাদে দু একবারের বেশি পানি দিতে হয় না। এছাড়া বিঘা প্রতি জমিতে সার ও বীজ অল্প টাকায় হয়ে যায়। এ বছর তিনি প্রায় বার বিঘা জমিতে ভুট্টার চাষ করেছেন। এতে প্রায় লাখ টাকা খরচ হয়েছে। ফলন ভালো তাই তিনি দ্বিগুণ লাভের আশা করছেন। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, আবহাওয়া প্রতিকূলে থাকায় ভুট্টার ফলন অনেক ভালো হয়েছে। চলতি বছর এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।