গোপালগঞ্জে মক ভোটিংয়ে সাড়া নেই ভোটারদের

প্রকাশ | ২৩ মার্চ ২০১৯, ০০:০০

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে ইভিএম পদ্ধতিতে মক ভোটিংয়ে সাড়া নেই ভোটারদের -যাযাদি
গোপালগঞ্জে ইভিএম পদ্ধতিতে মক (ড্যামি) ভোটিংয়ে সাড়া নেই ভোটারদের মাঝে। শুক্রবার সকাল ১০টা থেকে গোপালগঞ্জ সদর উপজেলার ১১৪টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় ইভিএম পদ্ধতিতে এই মক (ড্যামি) ভোটিং। তবে পৌর এলাকার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটারদের উপস্থিতি চোখে পড়েনি। ৯নং ওয়ার্ডের পশ্চিম গোপালগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, এ কেন্দ্রে সকাল ১০টায় নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত হলেও বেলা ১১টা পর্যন্ত মাত্র দুইজন ভোটার মক ভোটিংয়ে অংশ নিয়েছেন। এদিকে গোপালগঞ্জ এসএম মডেল উচ্চবিদ্যালয়ে দুপুর পৌনে ১২টা পর্যন্ত মাত্র চারজন ভোটার মক ভোটিংয়ে অংশ নিয়েছেন। অথচ এ কেন্দ্রে ভোটারের সংখ্যা ১ হাজার ৭১৪ জন। এ কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মো. শাহীন ভোটার উপস্থিত না হওয়া প্রসঙ্গে বলেন, বিভিন্ন কারণে ভোটরা ভোট দেয়ার আগ্রহ হারিয়ে ফেলেছেন। তবে তিনি বলেন, প্রার্থীদেরও দায়িত্ব আছে ভোটারদের কেন্দ্রে আনার। তিনি আশা করেন, ২৪ মার্চ চূড়ান্ত ভোট গ্রহণের দিন ভোটারদের উপস্থিতি বাড়বে। বিষয়টি স্বীকার করে গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার মুন্সী ওয়াহিদুজ্জামান বলেন, মক ভোটিংয়ে ভোটারদের উপস্থিতি কম হলেও ২৪ তারিখে উপস্থিতি বাড়বে। উলেস্নখ্য, আগামী ২৪ মার্চ গোপালগঞ্জের পাঁচ উপজেলায় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে কেবল সদর উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। আর এ পদ্ধতিতে ভোটারদের আগ্রহী ও সচেতন করতেই এই মক ভোটিংয়ের আয়োজন করা হয়।