একই পরিবারের ৩ জনের দন্ড

প্রকাশ | ২৩ মার্চ ২০১৯, ০০:০০

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জে হত্যা মামলায় একই পরিবারের তিনজনের দন্ড দিয়েছেন আদালত। রায়ের সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুর রহিম তার রায়ে হোসেনপুর উপজেলার উত্তর পুমদি এলাকার মৃত মিয়া হোসেনের ছেলে আক্তার হোসেনকে যাবজ্জীবন করাদন্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন। আর আক্তার হোসেনের স্ত্রী কামরুন্নেছা ও ছেলে ফরহাদকে ১০ মাসের কারাদন্ড দিয়েছেন। এছাড়া আফির উদ্দিন ও নারগিস নামে দুই আসামিকে খালাস দিয়েছেন। জানা যায়, ২০১১ সালের ১৯ জুলাই জমি নিয়ে বিরোধে অস্ত্রের আঘাতে নিহতের ঘটনার মামলায় ওই রায় হয়।