সাপাহারে ড্রেনের ময়লা পানিতে জলাবদ্ধতা

প্রকাশ | ২৩ মার্চ ২০১৯, ০০:০০

সাপাহার (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর সাপাহার উপজেলা সদরের ওয়ালটন মোড়, সরকারি কলেজ রাস্তায় মেইন রোডের সঙ্গে লাগানো পার্শ্ব রাস্তায় ড্রেনের উপচেপড়া নোংরা পানির দুর্গন্ধ জনদুর্ভোগ সৃষ্টি করেছে। মেইন রাস্তার পার্শ্বে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বাজার এলাকার একাংশ বসতবাড়ীর পায়খানার নোংরা মলমূত্রসহ সকল প্রকার ময়লা যুক্ত পানি ওই ড্রেনে পড়ে নিষ্কাশন হতে না পেরে ওই এলাকায় ড্রেনের ঢাকনার ফুটো দিয়ে উপচে রাস্তা তলিয়ে যাচ্ছে। অন্তত ১৫/২০দিন ধরে নোংরা পানি বের হওয়া অব্যাহত থাকলেও যেন দেখার কেউ নেই। এরই মধ্য দিয়ে অতি কষ্টকরে ওই এলাকার বিভিন্ন দোকানদারগণ তাদের কেনাবেচা করে চলেছেন ও হাজার হাজার পথচারী এবং কোমলমতি শিক্ষার্থীরা। ওই পথে সরকারি ডিগ্রি কলেজ, পাইলট উচ্চবিদ্যালয় এবং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া আসা করছে। সারা পথ ভালোভাবে আসলেও উক্ত স্থানে এসে নোংরা পানিতে পা ভিজিয়ে নাকে মুখে কাপড় দিয়ে রাস্তাটুকু পার হচ্ছেন। উপজেলার সর্বস্তরের জনগণের দাবি অচিরেই এই স্থানের জলাবদ্ধতা নিরসন করা হউক। এ বিষয়ে ওই এলাকার ওষুধ ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বাদল জানান যে, উক্ত স্থানে ড্রেনে লিকেজ হওয়ার সাথে সাথে ১৫/২০ দিন পূর্বে এ সংক্রান্ত বিষয়ে পার্শ্ববর্তী সকল দোকানদারদের স্বাক্ষর যুক্ত একটি অভিযোপত্র সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বরাবর দিয়েছি কিন্ত এখনও তার কোনো প্রতিক্রিয়া হয়নি। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো. আকবর আলীর সাথে কথা হলে তিনি জানান এলাকাবাসীর অভিযোগ পেয়েছি স্থানটি পরিদর্শনও করেছি আগামী কয়েকদিনের মধ্যেই সৃষ্ট সমস্যার সমাধন করা হবে।