পোরশায় 'এসো মুক্তির গল্প শুনি' আলোচনা অনুষ্ঠিত

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০

পোরশা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পোরশায় 'এসো মুক্তির গল্প শুনি' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার গাঙ্গুরিয়া কলেজের উদ্যোগে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ও জাগ্রত রাখতে জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার গল্প শোনাতে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্‌ মঞ্জুর মোরশেদ চৌধুরী। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধে লাখো প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দিয়ে মুক্তির গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম, বীর মুক্তিযোদ্ধা আবুবক্কর সিদ্দিক ও বীর মুক্তিযোদ্ধা জানু মন্ডল। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, সহকারী প্রধান শিক্ষক আবু হেনা গোলাম মোস্তফা বাদল, বাদকহেন্দা দাখিল মাদ্রাসার সহকারী সুপারিনটেনডেন্ট শফিকুল ইসলাম প্রমুখ।