চাঁদপুরে খসে পড়লো জজের বাসার ছাদের পলেস্তরা

প্রকাশ | ২৩ মার্চ ২০১৯, ০০:০০

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর জেলা ও দায়রা জজের বাসভবনের ছাদ থেকে খসে পড়লো পলেস্তরা। শহরের কালীবাড়ি এলাকায় বৃহস্পতিবার সকাল ১১টায় ভবনের ২য় তলার এক কক্ষে এ ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়েন জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান ও তার পরিবারের সদস্যরা। চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খানের ছোট ছেলে মো. জুহায়ের খান মুরিজ জানান, সকাল সাড়ে ১০টা থেকে ভবনের ওই কক্ষে বই পড়ছিলাম। হঠাৎ ১১টার সময় এই কক্ষের সিলিংয়ের পস্নাস্টার খসে পড়ে বিকট আওয়াজ হয়। এতে তিনি ভয়ে চিৎকার দিয়ে বের হয়ে যান। জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান বলেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপদবোধ করছেন না। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গণপূর্ত বিভাগের জেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান। তিনি জানান, এই ভবনটি ১৯৯৬ সালে নির্মিত হয়েছিল। শুধু এই কক্ষটিই নয়, ভবনের অন্যান্য কক্ষের সিলিংয়ের পস্নাস্টারগুলোও খসে পড়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে সমস্যা সমাধানে কাজ শুরু করেছি। ছাদের পস্নাস্টার করা হবে।