৭ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সংবর্ধিত হলো অটোরিকশা চালক

প্রকাশ | ২১ ডিসেম্বর ২০২৩, ০০:০০

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
একটি বেসরকারি ব্যাংকের আউটলেট এজেন্ট থেকে মূল শাখায় ফেরার পথে অটোরিকশায় একটি টাকাভর্তি ব্যাগ ভুলে ফেলে রেখে চলে যান এক ব্যাংক কর্মকর্তা। তাকে নামানোর কিছুক্ষণ পর অটোরিকশাচালক হঠাৎ যাত্রীর আসনের পেছনে পড়ে থাকা ব্যাগটি খেয়াল করেন। এ সময় তিনি ব্যাগটি খুলে দেখেন, ভেতরে সব টাকার বান্ডিল। পরে অনেক খোঁজাখুঁজি করে যাত্রীকে তার ফেলে যাওয়া এক লাখ টাকার চেক ও নগদ ৬ লাখ টাকাভর্তি ব্যাগটি ফেরত দিয়েছেন ওই অটোরিকশাচালক। \হসোমবার খাগড়াছড়ির মানিকছড়িতে এ ঘটনা ঘটেছে। টাকা ও চেক ফেরত দেওয়া ওই অটোরিকশা চালকের নাম মেহেদী হাসান শান্ত। তিনি উপজেলার তিনটহরী পূর্বপাড়ার বাসিন্দা। এ ঘটনা ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসছেন তিনি। মঙ্গলবার উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন একতা যুব সংঘের পক্ষ থেকে ওই অটোরিকশা চালকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ বিষয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিউল ইসলাম বলেন, 'যেখানে আমাদের সমাজের এক শ্রেণির মানুষ অর্থলিপ্সায় নিমজ্জিত, সেখানে এই দরিদ্র অটোরিকশা চালকের সততা সত্যিই প্রশংসনীয় ও মহানুভবতার পরিচয় বহন করে।'