বিউবোর সাবেক চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা

প্রকাশ | ২২ ডিসেম্বর ২০২৩, ০০:০০

অনলাইন ডেস্ক
গত ১৯ ডিসেম্বর ঢাকাস্থ বিদু্যৎ ভবনের মুক্তি হলে বাংলাদেশ বিদু্যৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 'আগামী দিনে বিউবোকে কীভাবে দেখতে চান' শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন বিউবো চেয়ারম্যান (গ্রেড-১) প্রকৌশলী মো. মাহবুবুর রহমান। মতবিনিময় সভায় বিউবো চেয়ারম্যান সাবেক চেয়ারম্যানদের উদ্দেশে বলেন, বাংলাদেশ বিদু্যৎ উন্নয়ন বোর্ডকে আপনারা ধারাবাহিকভাবে সেবা দিয়েছেন বলেই বিউবো আজকের এ পর্যায়ে এসেছে। এজন্য বিউবো ও আজকের আমরা আপনাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। সেবা প্রদান করতে গিয়ে আপনারা প্রত্যেকে শীর্ষ পর্যায় থেকে বিউবোকে দেখার সুযোগ পেয়েছেন। নানা অভিজ্ঞতায় আপনারা ঋদ্ধ হয়েছেন। বিউবোকে অগ্রগামী করার লক্ষ্যে আপনাদের অনেক দূরদর্শী পরিকল্পনাও ছিল। কিন্তু সবকিছু হয়ত পর্যাপ্ত সময়ের অভাবে বাস্তবায়ন করে যেতে পারেননি। আমরা আজকে আপনাদের সেসব অভিজ্ঞতার ব্যাপারে জানতে চাই। সে আলোকে বিউবোও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। অনুষ্ঠানে উপস্থিত সাবেক চেয়ারম্যান প্রকৌশলী সৈয়দ আবদুল মঈদ, প্রকৌশলী আ ন ম রিজওয়ান, প্রকৌশলী এ এস এম আলমগীর কবীর, প্রকৌশলী মো. আব্দুল ওয়াহাব খান, প্রকৌশলী মো. আব্দুহু রুহুলস্নাহ্‌, প্রকৌশলী মো. শাহীনুল ইসলাম খান, প্রকৌশলী খোন্দকার মাকছুদুল হাসান, প্রকৌশলী খালেদ মাহমুদ ও প্রকৌশলী সাঈদ আহমেদ বিউবোর অগ্রগতি নিয়ে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। প্রশিক্ষণ ও পেশা উন্নয়ন পরিদপ্তর কর্তৃক আয়োজিত এ মতবিনিময় সভায় বিউবোর সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ম সংবাদ বিজ্ঞপ্তি