ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসার অংশীজনের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ | ২৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০

অনলাইন ডেস্ক
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ অর্থ বছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে অধিভুক্ত মাদরাসার অংশীজনের অংশগ্রহণে একটি কর্মশালা বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মুহাম্মদ আব্দুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মুহাম্মদ আবুল কালাম ও ট্রেজারার এস. এম. এহসান কবীর। কর্মশালায় বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এস. এম. এহসান কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক এ, কে, এম আক্তারুজ্জামান ও সহকারী রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ কামরুল ইসলাম। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ছাড়াও ঢাকা বিভাগের অনার্স পর্যায়ের মাদরাসার অধ্যক্ষ, মনোনীত শিক্ষক ও সংশ্লিষ্টরা অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি