গাজীপুরে দুই ছাত্র নিহত ঘটনায় বিক্ষোভ অব্যাহত

প্রকাশ | ২৬ মার্চ ২০১৯, ০০:০০

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে দুই ছাত্র নিহত ঘটনায় চান্দনা-চৌরাস্তা সড়কে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা -যাযাদি
গাজীপুরে বাসচাপায় দুই ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে স্থানীয় লিঙ্কন স্কুল অ্যান্ড কলেজসহ স্থানীয় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সোমবার সকালে চান্দনা-চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জাগ্রত চৌরঙ্গীর পাদদেশে মানববন্ধন করেছে। গাজীপুর মহানগরের ট্রাফিক পুলিশের (উত্তর) টিআই মো. সিরাজুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লিঙ্কন স্কুল এন্ড কলেজ, চান্দনা উচ্চবিদ্যালয়, গাজীপুর সিটি কলেজ, গাজীপুর মহানগর কলেজ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর কমার্স কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী গাজীপুর মহানগরের চান্দনা-চৌরাস্তা মোড় এলাকায় মানববন্ধনে অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা ঘাতক বাসের চালককে গ্রেপ্তার করাসহ নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করেছে। লিঙ্কন স্কুল এন্ড কলেজের মাহমুদুল হাসান জানান, সতীর্থ রবিন ও নাছিরের ঘাতক বাসের চালককে গ্রেপ্তার, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ, নেশাগ্রস্ত চালকদের লাইসেন্স বাতিল, উল্টো পথে গাড়ি চলাচল নিষিদ্ধকরণসহ ১১ দফা দাবিতে রোববার মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। পরে তারা গাজীপুর মহানগর পুলিশের কমিশনারের কাছে স্মারকলিপি দেয় তারা। রোববার সকালেও একই স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তারা। গাজীপুর মহানগরের সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শনিবার দুপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত এবং তার এক সতীর্থসহ দুইজন আহত হয়েছেন। নিহতরা হলেন- স্থানীয় লিঙ্কন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র গাজীপুর মহানগরের মাস্টারবাড়ি এলাকার জুম্মান হোসেন নাছির (১৮) এবং সতীর্থ ভীমবাজার এলাকার বাসিন্দা রবিন (২২)। আহতরা হলেন লিঙ্কন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ও দক্ষিণ বাউপাড়া এলাকার বাসিন্দা মো. আলামিন (১৮) এবং আসোয়াত (১১)।