মৌলভীবাজারের ওয়াসিম হত্যার ঘটনায় মামলা

প্রকাশ | ২৬ মার্চ ২০১৯, ০০:০০

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
মৌলভীবাজারের শেরপুরে আলোচিত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিম আব্বাস ঘুড়ি (২১) কে বাসচাপায় হত্যার অভিযোগে চালক-হেলপার ও সুপারভাইজারের নামে থানায় মামলা করা হয়েছে। সোমবার মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা করেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুত্যঞ্জয় কুন্ড। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল আহম্মদ। আসামিরা হলো-চালক জুয়েল আহমদ, হেলপার মাসুক মিয়া ও সুপারভাইজার সেফুল মিয়া। ঘটনার পর অভিযান চালিয়ে বাসচালক জুয়েল আহমদ ও হেল্পার মাসুক মিয়াকে আটক করে মডেল থানা পুলিশ। নিহত ওয়াসিম হবিগঞ্জের নবিগঞ্জ উপজেলার রুদ্রগ্রাম এলাকার মাহবুব ঘুড়ির ছেলে। সে সিকৃবির মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিল। জানা যায়, নবীগঞ্জের টেরূপস্নাজা থেকে সিলেট যাওয়ার উদ্দেশে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র উদার পরিবহনের একটি বাসে ওঠেন। এ সময় হেল্পার মাসুক মিয়া তাদের কাছে ১০০ টাকা ভাড়া দাবি করে। এতে ওয়াসিম ও তার বন্ধুরা ছাত্র পরিচয় দিয়ে ভাড়া কম দেয়ার কথা জানায়। এতে হেল্পার ক্ষুব্ধ হয়ে তাদের সঙ্গে বাগবিতন্ডায় জড়ায়। একপর্যায়ে তারা মৌলভীবাজারের শেরপুরস্থ মুক্তিযোদ্ধা চত্বরে নেমে যায়। নামার সময় পেছন থেকে হেল্পার তাদের গালি দেয়। এতে ওয়াসিম বাসের সিঁড়িতে উঠে হাতল ধরে কেন গালি দিলেন তা জিজ্ঞেস করছিল হেল্পারকে। এ সময় চালক গাড়ির গতি বাড়িয়ে দেয়। ঠিক তখনই হেল্পার মাসুক মিয়া ওয়াসিমকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে বাসের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ওয়াসিম গুরুতর আহত হন। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।