মদনে জনবল সংকটে শিক্ষা অফিসের কার্যক্রম ব্যাহত

প্রকাশ | ২৬ মার্চ ২০১৯, ০০:০০

মদন (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার মদন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে জনবল সংকটে কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ উপজেলায় ৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আটটি রেজিঃবিহীন প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর জন্য একজন উপজেলা শিক্ষা অফিসার, একজন উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও একজন উচ্চমান সহকারী কর্মরত আছেন। দীর্ঘদিন ধরে, দুইজন সহকারী উপজেলা শিক্ষা অফিসার, তিনজন অফিস সহকারী, পিয়নের একটি ও ডাটা এন্ট্রি অপারেটরের একটি পদ শূন্য রয়েছে। এতে বিদ্যালয় পরিদর্শনসহ অফিসের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে কর্মরত কর্মচারীগণ হিমশিম খাচ্ছেন। বিশেষ করে ডাটা এন্ট্রি অপারেটর না থাকায় বাইরে থেকে কার্যক্রম করতে শিক্ষকগণ নানা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষক কে এম মজিদুল হক, বিউটি আক্তার, এমদাদুল হকসহ অনেকেই জানান, শিক্ষা অফিসে জনবল না থাকায় আমরা খুবই অসহায়। অফিসে এসে আমাদের কাজ করতে অনেক সমস্যায় পড়তে হয় এবং যথাসময়ে কাজ বাস্তবায়ন করতে সম্ভব হয় না। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার সূত্রধর জানান, জনবল সংকটের কারণে আমার অফিসে কাজ করতে সুষ্ঠুভাবে হিমসিম খাচ্ছি। এ ব্যাপরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবর শূন্যপদ পূরণের জন্য একাধিক বার আবেদন করেও কোনো সুফল না পাওয়ায় অফিসের কাজে বিঘ্ন ঘটছে। দ্রম্নত শূন্য পদগুলো পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।