পরিবহন সংকটে জাককানইবি

প্রকাশ | ২৬ মার্চ ২০১৯, ০০:০০

জাককানইবি সংবাদদাতা
পরিবহন সংকটে চরম দুর্ভোগে পড়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীরা। বাসের সংখ্যা কম হওয়ায় অধিকাংশ শিক্ষার্থী প্রতিদিন বাদুড়ঝোলা হয়ে বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়া করেন। এতে করে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। জানা গেছে, বিশ্ববিদ্যালয়টিতে সাত হাজারেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করলেও পর্যাপ্ত আবাসিক হলের ব্যবস্থা না থাকায় তাদের মেসে থাকতে হয়। বেশিরভাগ শিক্ষার্থী ক্যাম্পাস থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে ময়মনসিংহ শহরে বাসা ভাড়া নিয়ে থাকে। ফলে এতো দূর থেকে প্রতিদিন তাদের বিশ্ববিদ্যালয়ের বাসে যাতায়াত করতে হয়। বিশ্ববিদ্যালয়ে বাস রয়েছে মাত্র ১০টি। এর মধ্যে ৪টি বিশ্ববিদ্যালয়ের আর বাকি ৬টি ভাড়া করা। পরিবহনের সংখ্যা কম হওয়ায় বিপুলসংখ্যক শিক্ষার্থীকে প্রতিদিন গাদাগাদি করে বাসের ভিতর দাঁড়িয়ে কিংবা দরজায় ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতে হয়। অনেকেই বাধ্য হয়ে লোকাল বাসে যাতায়াত করে থাকে। এদিকে গত ১১ মার্চ বাস বাড়ানোর দাবিতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের অফিসে তালা লাগিয়ে আন্দোলন করে শিক্ষার্থীরা। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মমিনুর রহমান বলেন, সময় মতো ক্লাসে উপস্থিত হতে গিয়ে আমাদের বাসের ভিতর গাদাগাদি করে দাঁড়িয়ে যেতে হয় কখনো কখনো জায়গা না পেয়ে বাদুড়ঝোলা হয়ে যেতে হয়। পরিবহন সংকটের বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান বলেন, আগামী মাসে নতুন একটি বাস কেনা হবে। এ ছাড়া আগামী দুই মাসের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আরও দু'টি বাস পাব ইনশাআলস্নাহ