রাজশাহী বোডর্ কমেছে পাস ও জিপিএ-৫

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ০০:০০

রাজশাহী অফিস
রাজশাহী শিক্ষা বোডের্ এইচএসসি পরীক্ষায় এবার কমেছে পাসের হার। এবার পাস করেছে ৬৬ দশমিক ৫১ শতাংশ শিক্ষাথীর্। যেটা গত বছর ছিল ৭১ দশমিক ৩০ শতাংশ। আর এবার জিপিএ-৫ পেয়েছে চার হাজার ১৩৮ জন শিক্ষাথীর্। গত বছর ছিল পঁাচ হাজার ২৯৪ জন। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোডের্র সম্মেলনকক্ষে সাংবাদিক সম্মেলনে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আনারুল হক। তিনি জানান, রাজশাহী শিক্ষা বোডের্র অধীনে এ বছর পরীক্ষাথীর্ ছিল এক লাখ ৪১ হাজার ৫৮৬ জন। এবারও পাসের হারে এগিয়ে মেয়েরা। তবে জিপিএ-৫ প্রাপ্তের দিক থেকে এগিয়ে রয়েছে ছেলেরা। আনারুল হক বলেন, রাজশাহী শিক্ষা বোডের্ ছাত্রদের পাসের হার ৬১ দশমিক ৪০ এবং ছাত্রীদের পাসের হার ৭২ দশমিক ৬৯। জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ২৩৪ জন ছেলে এবং এক হাজার ৯০৪ জন মেয়ে। তিনি বলেন, এবার শূন্য পাসের হারের কলেজের সংখ্যা কমেছে। এবার ছয়টি কলেজ থেকে কেউ পাস করেনি। যেটা গত বছর ছিল ১১টি।