জয়পুরহাট গালর্স ক্যাডেট কলেজ জেলায় সেরা

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ০০:০০

জয়পুরহাট প্রতিনিধি
চলতি বছর এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে জেলার মধ্যে সেরা হয়েছে জয়পুরহাট গালর্স ক্যাডেট কলেজ। তবে ৩টি সরকারি কলেজে এবার ফলাফল বিপযর্য় ঘটেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জয়পুরহাট গালর্স ক্যাডেট কলেজে মোট ৫১ জন পরীক্ষাথীর্ অংশগ্রহণ করে সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীণর্ হয়েছে। এদিকে জয়পুরহাট সরকারি কলেজে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ১ হাজার ৫০৮ জন পরীক্ষাথীর্ অংশ নিয়ে উত্তীণর্ হয়েছে ১ হাজার ১৫৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন। পাসের হার ৭৬.৬৬%। জয়পুরহাট সরকারি মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৬১৭ পরীক্ষাথীর্ অংশ নিয়ে পাস করেছে ৪৮৬ জন। পাসের হার ৭৮.৭৭ %। জিপিএ ৫ পেয়েছে ৯ জন। সবচেয়ে ফল বিপযর্য় ঘটেছে পঁাচবিবি মহীপুর হাজী মহসিন সরকারি কলেজের। এ কলেজ থেকে এবার ৩৬৮ জন পরীক্ষাথীর্ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৫১ জন। পাসের হার ৪১.০৩%। কোনো জিপিএ-৫ নেই। অপরদিকে জেলায় সরকারি কলেজের তুলনায় এবার বেসরকারি কলেজের ফলাফল তুলনামূলক ভালো হয়েছে। একমাত্র গালর্স ক্যাডেট কলেজ ব্যতীত জেলার মধ্যে পাসের হার বেশি অজর্ন করেছে নতুন জাতীয়করণ তালিকাভুক্ত ক্ষেতলাল ছাঈদ-আলতাফুন্নেছা কলেজ। এ কলেজ থেকে ২৬৭ জন পরীক্ষাথীর্ অংশ নিয়ে উত্তীণর্ হয়েছে ২২৯ জন। জিপিএ ৫ অজর্ন করেছে ৭ শিক্ষাথীর্। পাসের হার ৮৫.৭৭ %।