বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রকাশ | ২৭ মার্চ ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
স্বদেশ ডেস্ক মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। প্রতিনিধি এবং সংবাদদাতাদের পাঠানো খবর : শিবপুর (নরসিংদী) : উপজেলা অডিটরিয়ামে ইউএনও মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুরের এমপি জহিরুল হক ভূঞা মোহন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোলস্না আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম রাখিল প্রমুখ। নেত্রকোনা : জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- পুলিশ সুপার জয়দেব চৌধুরী, পৌর মেয়র আলহাজ মো. নজরুল ইসলাম খান। সদরপুর (ফরিদপুর) : উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে মুক্তি যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে আলোচনা সভা হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. হারিজুর রহমান প্রমুখ। ডামুঢ্যা (শরীয়তপুর) :উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমিনের সভাপতিত্ব বক্তব্যে রাখেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝী, গোসাইরহাট সার্কেল এসপি মো. মুহাইমিনুল ইসলাম, অফিসার ইনচার্জ ডামুঢ্যা মো. মেহেদী হাসান প্রমুখ। বাজিতপুর (কিশোরগঞ্জ) :সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ ০৫ আসনের সংসদ সদস্য আলহাজ মো. আফজাল হোসেন। ২ শতাধিক মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ছারওয়ার আলম, মুক্তিযোদ্ধা মো. শাজাহান মিয়া, সাবেক কমান্ডার নূরুল হকসহ আওয়ামী লীগের স্থানীয় নেতারা। ফরিদগঞ্জ (চাঁদপুর) :ইউএনও মো. আলী আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুহম্মদ শফিকুর রহমান এমপি। অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিব উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ উল্যা দফাদার, সহকারী কমান্ডার সরোয়ার হোসেন। মির্জাগঞ্জ (পটুয়াখালী) :অনুষ্ঠানে উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয়। ইউএনও আবদুলস্নাহ আল জাকির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন যুদ্ধকালীন গ্রম্নপ কমান্ডার মো. আলতাফ হায়দার। মদন (নেত্রকোনা ) :উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইউএনও মো. ওয়ালীউল হাসানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আকন্দ, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জসিম উদ্দিন প্রমুখ। সীতাকুন্ড (চট্টগ্রাম) : উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন, পৌর মেয়র বদিউল আলম, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহবুবুল হক, সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলওয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী প্রমুখ। টেকেরহাট (মাদারীপুর) :ইউএনও সোহানা নাসরিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান, উপজেলা আ'লীগ সভাপতি ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেব মিয়া, ভাইস চেয়ারম্যান শান্তি রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান লিতা কুদ্দুস প্রমুখ। বড়াইগ্রাম (নাটোর) :ইউএনও আনোয়ার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। রাজবাড়ী :সংবর্ধনা সভায় রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলীর সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিলস্নুল হাকিম, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি পিপিএম, রাজবাড়ী সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল প্রমুখ।