ফরিদপুরে হামলার শিকার বিএনপির নেতাকর্মীরা

প্রকাশ | ২৭ মার্চ ২০১৯, ০০:০০

ফরিদপুর প্রতিনিধি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রথম প্রহরে শহীদ বেদিতে ফুল দিয়ে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের দশ নেতা-কর্মী। ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে ফরিদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ইছা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ কে কিবরিয়া স্বপনসহ সংগঠনটির বেশ কয়েকজন। মঙ্গলবার সকাল সাড়ে আটটার সময় শহরের গোয়ালচামট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এএফএম নাছিম সাংবাদিকদের জানান, হামলার ঘটনা লোকমুখে শুনেছি, তবে কেউ থানার অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলেই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আহতদের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলকে ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। আহত জুয়েলের বড় ভাই সৈয়দ ফরহাদ হোসেন ঝিনু বলেন, দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মাথায় দুইটি এবং শরীরের বিভিন্ন স্থানে আরো তিনটি কোপ লেগেছে। তার অবস্থা বেশ গুরুতর। এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ইছা ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক একেএম কিবরিয়া স্বপন আহত অবস্থায় বাসায় চিকিৎসাধীন রয়েছে।