বিরামপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
প্রকাশ | ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।
অভিযানে বিরামপুর পৌর শহরের ঘাটপাড় ব্রিজ সংলগ্ন এলাকাসহ বিরামপুর রেলগেট, নবাবগঞ্জ রোড এলাকায় বিদু্যতের খুঁটিতে লাগানো পোস্টার তুলে ফেলা হয়।
এ সময় স্থানীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, 'এভাবে পোস্টার লাগানো যাবে না।
পোস্টার দড়ি দিয়ে ঝুলাতে হবে। দেয়াল, বিদু্যতের খুঁটিসহ যত্রতত্র নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কোনো ব্যক্তি পোস্টার লাগাতে চাইলে তাদের নিষেধ করতে হবে।'
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার লক্ষ্যে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনার্থে মুরাদ হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এলাকার সকলের সহযোগিতা আহ্বান করেন।
এ সময় বিরামপুর থানা পুলিশের অফিসারসহ একটি দল তার সঙ্গে ছিলেন।