খাগড়াছড়ির তিনটি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম যাবে হেলিকপ্টারে

প্রকাশ | ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি
খাগড়াছড়ি পার্বত্য জেলার দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত তিনটি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম এবং ভোট গ্রহণে নিয়োজিত লোকজনকে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সহযোগিতায় হেলিকপ্টার ব্যবহার করা হবে। জেলার দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লক্ষ্ণীছড়ি উপজেলার বর্মাছড়ি ও পুট্টিছড়ি দু'টি কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করা হবে। এদিকে খাগড়াছড়িতে ১০টি ভোটকেন্দ্র ঝুঁকিতে রয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, খাগড়াছড়ির দু'টি উপজেলার তিনটি ভোটকেন্দ্রে লোকবল ও নির্বাচনী সরঞ্জাম পৌঁছাতে হেলিকপ্টার ব্যবহার করা হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন থেকে হেলিকপ্টার ব্যবহারের অনুমতি দিয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলম জানান খাগড়াছড়ি একটি মাত্র আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৪১৯ জন, ভোটকেন্দ্র ১৯৬টি। দুর্গম ভোট কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।