আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল এম এ মাদ্রাসায় বই উৎসব
প্রকাশ | ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
ঢাকা মোহাম্মদপুর লালমাটিয়াস্থ ঐতিহাসিক আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাবেক প্রিন্সিপাল আলস্নামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীল সাহেব কেবলা এবং তাহার সহধর্মিণী বর্তমান প্রিন্সিপাল আলহাজ মাওলানা ক্বারি রওসন আরা নূরী শিক্ষকদের সমন্বয়ে শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করেন।
উভয়ে বই বিতরণের পর মুনাজাতপূর্ব বক্তব্যে সব অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের উদ্দেশে বলেন, 'আপনারা অত্র মাদ্রাসায় শিশু শ্রেণি থেকে কামিল পর্যন্ত যারা আবাসিক/অনাবাসিক ভর্তি করাবেন আমরা তাদের থাকা-খাওয়া ফ্রি করে দেব ইনশাআলস্নাহ।' সংবাদ বিজ্ঞপ্তি