বিশ্বম্ভরপুরে একই রাতে ৬ বাড়িতে আগুন

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় একই গ্রামে এক রাতে দুর্বৃত্তরা রাতের আঁধারে ৬টি বাড়িতে আগুন লাগিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩ ঘটিকার সময় বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ার খলা গ্রামে এ অগ্নিকান্ড ঘটে। এতে উক্ত গ্রামের যোগীন্দ্র দেবনাথ, আব্দুল মতিন, আব্দুল কাইয়ুম, কাজী হোসেন আহমদ, শামসুল আলম ও বর্তমান ইউপি সদস্য আক্তার জামালসহ মোট ৬টি বাড়ির গুখাদ্য (খড়ের ঘরে) এক সঙ্গে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে সবগুলো খড়ের ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে গ্রামবাসী ও উপজেলা ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় লোকজন সহায়তায় মেম্বার আখতার জামাল ও শামসুল আলমের খড়ের ঘরটি রক্ষা হলেও আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। উক্ত ঘটনায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। উলেস্নখ্য, গত বছরও একই সময়ে কাজী হোসেন আহমদের খড়ের ঘরটি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল দুর্বৃত্তরা।