সংবাদ প্রকাশের জের পোলিং কর্মকর্তার দায়িত্ব থেকে ভুয়া শিক্ষককে অপসারণ
প্রকাশ | ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের নলডাঙ্গায় ভুয়া শিক্ষক আবুল বাশারকে পোলিং অফিসারের দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে। শনিবার অভিযুক্ত শিক্ষককে দায়িত্ব থেকে বাদ দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু নাছের ভূঁঞা।
আবুল বাশার মাধনগর এস আই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পোলিং অফিসারের পদে দায়িত্ব পেয়েছিলেন।
তার স্থানে উপজেলা ভূমি অফিস ক্রেডিট সহকারীকে পোলিং কর্মকর্তা পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে, গত ৬ জানুয়ারি দৈনিক যায়যায়দিন পত্রিকায় 'নলডাঙ্গায় পোলিং অফিসারের পদে ভুয়া শিক্ষক নিয়োগ' শিরোনামে সংবাদ প্রচার হয়। এ সংবাদ প্রচারে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা শুরু হলে জেলা প্রশাসক ও সেই ভুয়া শিক্ষককে পোলিং কর্মকর্তার পদ থেকে বাদ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দেওয়া আকরামুল হক বলেন, 'যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা পাওয়ায় আবুল বাশারকে বাদ দেওয়া হয়েছে।'