পূর্বধলায় তৃতীয় লিঙ্গের একমাত্র ভোটার চুমকি

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
চুমকি আক্তার শিশুকালেই হারিয়েছেন মাকে। এরপর তার বাবা দ্বিতীয় বিয়ে করলে সৎমায়ের কোলেই তার বেড়ে ওঠা। তার বয়স যখন ৯ বছর তখন তাকে ভর্তি করানো হয় এই অঞ্চলের বড় ধর্মীয় প্রতিষ্ঠান বালিয়া মাদ্রাসায়। সেখানে কিছুদিন যেতে না যেতেই ঘটে বিপত্তি। একদল তৃতীয় লিঙ্গের লোক পুলিশ সদস্য নিয়ে সেখানে গিয়ে উপস্থিত। তারা চায় চুমকিকে তাদের সঙ্গে নিয়ে যেতে। কারণ, চুমকি তাদের সম্প্রদায়েরই লোক। তখন অনেক বাকবিতন্ডার পর একপর্যায়ে যথযথ প্রমাণ উপস্থাপন করলে প্রমাণ হয় চুমকি আসলে তৃতীয় লিঙ্গের একজন মানুষ। চুমকির বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের গিরিয়াসা গ্রামে। তার বাব সুরুজ আলী ও মা পুলেছা বেগম। বর্তমানে ঘাগড়া ইউনিয়নের গিরিয়াসা আশ্রয়কেন্দ্রে তার বসবাস। উপজেলার একমাত্র তৃতীয় লিঙ্গের ভোটার হিসেবে তার খোঁজখবর নিতে গেলে জানা যায় এসব তথ্য। উপজেলা নির্বাহী অফিসার অফিসার খবিরুল আহসান জানান, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য সরকারের নানা কর্মসূচি রয়েছে। আবাসনের মাধ্যমে তাদের পুনর্বাসনের সুযোগ রয়েছে এবং সময় সময় তাদের বিভিন্ন বিষয়ে এলাকাভিত্তিক প্রশিক্ষণও দেওয়া হয়।