বগুড়ায় জাতীয় পার্টির নেতাসহ ২ জন আটক

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় বগুড়া -৬ আসনের এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের সময় শনিবার জাতীয় পার্টির দুই নেতাকে আটক করা হয়েছে। এরা হলেন- বগুড়া জেলা জাতীয় পািির্টর যুগ্ম সম্পাদক ও শহর জাতীয় পার্টির সভাপতি আবু তাহের ও তার সহযোগী দেবেক। নির্বাহী ম্যাজিট্রেট তাদের বিচারের জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে থানায় সোপর্দ করছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, বেলা সাড়ে ১১টার দিকে শহরের চেলোপাড়া লায়ন্স কমিউনিটি সেন্টারের সামনে বেশ কিছু মহিলা ভোটারদের মধ্যে টাকা বিতরণের সময় স্থানীয় লোকজন দু'জনকে আটক করে। অভিযোগের প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন বিজিবি টিম সেখানে গিয়ে তাদের নিয়ে এসে থানায় সোর্পদ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন স্থানীয় লোকজন তাদের আটক করলেও তাদের নিকট বিতরণের টাকা পাওয়া যায়নি। আটককৃতদের অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানোর জন্য থানায় সোপর্দ করা হয়েছে।