মোহনগঞ্জে বাবার কবর জিয়ারত করলেন

প্রধান বিচারপতি

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০২৪, ০০:০০

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
মোহনগঞ্জে বাবার কবর জিয়ারত করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় তার সঙ্গে কবর জিয়ারতে অংশ নেন ছোট ভাই নেত্রকোনা-৪ আসন থেকে নৌকা নিয়ে বিজয়ী সংসদ সদস্য সাজ্জাদুল হাসান ও ছোট ভাই সাইফুল হাসান সোহেল, ভাতিজা সাবাব হাসান। রোববার দ্বাদশ সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে মোহনগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। কবর জিয়ারত শেষে তিনি জানান, নেত্রকোনায় সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ছোট ভাই সাজ্জাদুল হাসান নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হয়েছে। এ জন্য সাজ্জাদুল হাসানকে অভিনন্দন। তিনি আরও বলেন, ১৯৭০ সালে নৌকা নিয়ে মোহনগঞ্জ থেকে বিজয়ী হয়েছিলেন মরহুম পিতা সাবেক গণপরিষদ সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা. আখলাকুল হোসাইন আহমেদ। তিনি ছোট ভাই সাজ্জাদুল হাসানকে মুক্তিযুদ্ধের আদর্শের সৈনিক হয়ে জনকল্যাণে কাজ করার পরামর্শ দেন।