আগুনে পুড়ে মারা গেল ৭ গরু, খামার মালিক অগ্নিদগ্ধ

প্রকাশ | ১১ জানুয়ারি ২০২৪, ০০:০০

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামে একটি খামার ঘরে আগুন লেগে ৭টি গরু পুড়ে মারা গেছে। খামার মালিক জাকির শেখ (৪২) অগ্নিদগ্ধ হয়েছেন। তাকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে আসা হয়। পরে অবস্থার অবনতি ঘটায় ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও পস্নাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, তাদের আনুমানিক ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘারুয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ডাঙ্গারপার গ্রামের বাসিন্দা মোশারফ শেখ জানান, সোমবার রাতে জাকির শেখ ও জাফর শেখের গরুর খামারে আগুন লাগে। এ সময় ৭টি গরুসহ খামারের ঘর পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে জাকির শেখ অগ্নিদগ্ধ হন। ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, খবর পেয়ে আমরা সোয়া ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই। পরে আগুন নিয়ন্ত্রণে আনি। অগ্নিকান্ডে ৭টি গরু ও খামার পুড়ে গেছে। অগ্নিদগ্ধ খামার মালিক জাকিরকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদু্যতিক শর্ট-সার্কিটের কারণে অগ্নিকান্ড ঘটতে পারে।