বরিশালে ওয়াকওয়ে ও সাইকেল ওয়ে নির্মাণ উদ্বোধন
প্রকাশ | ১১ জানুয়ারি ২০২৪, ০০:০০
বরিশাল অফিস
বরিশাল নগরীর খালের দুই পাড়ে ওয়াকওয়ে ও সাইকেল ওয়ে নির্মাণ কাজ শুরু করেছে সিটি করপোরেশন। বুধবার নগরীর সাগরদী খালের পাড়ে সোয়া চার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের উদ্বোধন করেন মেয়র আবুল খায়ের আব্দুলস্নাহ খোকন সেরনিয়াবাত।
এ সময় বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুমা আক্তার, ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন রয়েল, জিয়াউর রহমান বিপস্নব, এনামুল হক বাহার, সুলতান মাহমুদ, কোহিনুর বেগম, আয়শা তৌহিদ লুনা, ইসরাত জাহান লাভলী ও রেশমী বেগমসহ সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ১২৪০ মিটার ওয়াক ও সাইকেলিং ওয়ে, এর পাশেই ৮৬টি বসার কংক্রিট বেঞ্চ, ১৫০টি স্টিল ডাস্টবিন, ৬৮টি ফ্লাড লাইট, এপ্রোচর্ যাম্প ৪টি এবং পরিবেশ, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা বাবদ প্রকল্পটিতে খরচ হবে ৪ কোটি ২৪ লাখ ৭৯ হাজার ৮৪০ টাকা।
ওয়াক ওয়ের প্রস্থ হবে ৫ দশমিক ৫ মিটার ও সাইকেলিং ওয়ের প্রস্থ হবে ৪ দশমিক ৫ মিটার।
মেয়র জানান, বরিশাল নগরীর খালগুলো খনন ও উদ্ধারের কাজ চলছে। সাগরদী খাল ঘিরে সাধারণ মানুষের বিনোদনের ব্যবস্থা করা হচ্ছে। কাজ শেষ হলে সাধারণ মানুষ এখানে হাটতে পারবে, সাইকেলিং করতে পারবে, ঘুরতে আসতে পারবে।