মোরেলগঞ্জে অগ্নিকান্ডে ৮টি দোকান ভস্মীভূত
প্রকাশ | ১২ জানুয়ারি ২০২৪, ০০:০০
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে অগ্নিকান্ডে একটি বাজারের ৭টি দোকান ও একটি মক্তব পুড়ে গেছে। বৃহস্পতিবার উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভোরে ফজরের নামাজ পড়ার জন্য মুসলিস্নরা মসজিদে যাওয়ার সময় বাজারে আগুন জ্বলতে দেখে। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট পার্শ্ববর্তী শরণখোলা এবং মংলা থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করেন।
এ সময় বাজারের শহিদুল হোসেনের জুতা ও লেপ তোষকের দুটি দোকান, ইব্রাহিমের কাপড়ের দোকান, কবিরের পস্নাস্টিকের দোকান, স্বপন তালুকদারের কাপড়ের দোকান, ইউনুসের ইলেকট্রিক দোকান, মোতালেবের কসমেটিকসের দোকান ও বাজারের হাসানিয়া মক্তব মাদ্রাসা পুড়ে যায়।
দোকানগুলো টিনের তৈরি হওয়ায় এবং ভেতরে তুলা, লেপ তোষক এবং কাপড়ের দোকান হাওয়ায় আগুন খুব দ্রম্নত ছড়িয়ে পড়ে বলে জানান নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।