সিরাজদিখানে হাতের কব্জি কেটে নেওয়ায় দোষীদের গ্রেপ্তারের দাবি

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২৪, ০০:০০

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নির্বাচনী সহিংসতায় হাতের কব্জি কেটে নেওয়া আসামিদের দ্রম্নত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড় এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর আয়োজনে এতে বক্তব্য রাখেন চিত্রকোট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হুদা বাবুল, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য নুর আলী বেপারীসহ অনেকে। এ সময় দুই শতাধিক এলাবাসী গণ্যমান্য ব্যক্তিসহ পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, খালপাড় গ্রামের জামাল শেখের ছেলে নয়ন শেখের (২৫) হাতের কব্জি কেটে ফেলে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী তারা কোনো সংগঠনের লোক হতে পারে না। এই খালপাড় গ্রামের সন্ত্রাসী সিফাতকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত নুর আলম, জয়নাল ও সোহাগসহ বাকিদের দ্রম্নত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী।