নদীর পাড়ের মাটি বিক্রি করায় ১৫ জনকে অর্থদন্ড

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জে নদী পাড়ের মাটি কেটে বিভিন্ন ইট ভাটায় দেওয়ার অপরাধে ১৫ জন শ্রমিককে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়েছে। ১৫ জনকে ৫০ হাজার টাকা করে মোট ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা রহমান। জানা যায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কেদারপুর ইউনিয়নের জাম্বিয়া খাতুন মাদ্রাসা ও কাশিগঞ্জ বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদীর তীর থেকে মাটি কাটা অবস্থায় দুইটি ট্রলারসহ ১৫ জনকে আটক করে অর্থদন্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়। অর্থদন্ডপ্রাপ্তরা হলেন আমিরুল ইসলাম (২৩), বাবুল গাইন (২৭), সিরাজুল ইসলাম (৩৬), মনিরুল সরদার (৪০), জাকির গাজী (২৫), শাহিন সরদার (৩৬), আসাদুল (৩৫), ইয়াকুব (৩০), নজরুল ইসলাম (৪৫), রায়হান সরদার (৪০), মনিরুল ইসলাম (৪২), আল আমিন (৩৪), আসাদুল (৩৬), ইউনুচ (৫১) ও অজিয়র (৩৫)।