হাতিয়া হাসপাতালে ফি নিয়ে রোগী দেখার অভিযোগ

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালির হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ফি নিয়ে রোগী দেখার অভিযোগ উঠেছে আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদুর রহমানের বিরদ্ধে। ফি নেয়ার প্রতিবাদ করায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা সৌমেন সাহাকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে ওই ডাক্তারের বিরুদ্ধে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সৌমেন সাহা সূত্রে জানা যায়, 'শনিবার সকালে তিনি হাসপাতাল পরিদর্শনকালে পর্দার আড়ালে দাঁড়িয়ে দেখতে পান আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদুর রহমান টাকা নিয়ে দু'জন রোগী দেখছেন। এর প্রতিবাদ করলে ডা. মাহমুদুর রহমান উত্তেজিত হয়ে যান। একপর্যায়ে তাকে দেখে নেওয়ার হুমকি প্রদান করেন। এ সময় উপস্থিত রোগী ও অন্যান্য লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।' এ ব্যাপারে হাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদুর রহমান জানান, এমন কোনো ঘটনা ঘটেনি। জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার জানান, 'এ বিষয়ে অভিযোগ পেয়েছি। শীঘ্রই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'