সিরাজগঞ্জের ফুলকোচা কলেজে নিয়োগ ঘিরে উত্তেজনা অফিস কক্ষে তালা

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২৪, ০০:০০

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে বাগবাটী ইউনিয়নের ফুলকোচা ডিগ্রি কলেজে নিয়োগ দেওয়ার ঘটনায় অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা -যাযাদি
সিরাজগঞ্জে কলেজে দুটি পদে নিজেদের লোক নিয়োগ দেওয়ার জন্য অধ্যক্ষের রুমসহ অফিস কক্ষে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটী ইউনিয়নের ফুলকোচা ডিগ্রি কলেজে। জানা যায়, কলেজের ম্যানেজিং কমিটি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহায়ক কাম হিসাব সহকারী এই দুইটি পদে নিয়োগ দিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি প্রকাশের পর ৩৩জন চাকরি প্রার্থী আবেদন করেন। যাচাই-বাচাইয়ে ১৭ জন প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য মনোনীত করে গত শনিবার লিখিত পরীক্ষার দিন ধার্য্যসহ পরীক্ষার্থীদের প্রবেশপত্র ইসু্য করা হয়। কিন্তু নিয়োগ পরীক্ষার আগেই ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত দুই প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্ত করতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ২দিন আগে গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে। এ ঘটনায় বাগবাটী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বাগবাটী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাসেম আলী, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইউনুস আলী ও সাধারণ সম্পাদক মিলস্নাতসহ ৮-১০জন যুবক কলেজের অধ্যক্ষ মাসুদ রানার কক্ষসহ বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দেন। এ সময় তারা কলেজ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি-ধামকিসহ বিভিন্ন ধরনের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। পরে স্থানীয় সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের হস্তক্ষেপে শনিবার নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। ফুলকোচা কলেজের অধ্যক্ষ মাসুদ রানা বলেন, ইউনিয়ন আওয়ামী লীগ ও চেয়ারম্যান জহাঙ্গীর আলম তার পিএস হাশেমসহ বেশ কিছু লোকজন ওই দুটি পদে তাদের দুইজন প্রার্থীকে চূড়ান্ত করতে ইতোপূর্বে আমার কাছে এসেছিলেন। আমি তাদের জানিয়ে দিয়েছি মেধাভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এখানে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই। তাই তারা আমাকে চাপ প্রয়োগ করতেই কলেজে তালা ঝুলিয়ে দিয়েছে।' বাগবাটী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসেম আলী বলেন, স্থানীয় এমপি ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রার্থীদের বাদ দিয়ে অধ্যক্ষ মাসুদ রানা নিয়োগ বাণিজ্য করেছেন। নিয়োগ বাণিজ্য প্রতিহত করতেই কলেজে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে বাগবাটী ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, 'এ ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। তবে তালা খুলে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।' কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি, আব্দুর রশিদ তালুকদার বলেন, মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এখানে কোনো অনিয়ম বা চাপের কাছে মাথা নত করা হবে না।'