ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৩ জন

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন; এ সময়ে রোগটিতে কারও মৃতু্য হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন যেসব রোগী হাসপাতালে গেছেন, তাদের মধ্যে ১৩ জন ভর্তি হয়েছেন ঢাকা মহানগরে, বাকি ২০ জন চিকিৎসা নিচ্ছেন ঢাকার বাইরে। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৫৭ জন। সব মিলিয়ে এ বছরের প্রথম ১৫ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০৩ জন। তাদের মধ্যে ঢাকায় ২৬৪ জন এবং বাকি ৪৩৯ জন ঢাকার বাইরে ভর্তি হয়।