নাটোরে স্ত্রী হত্যার অপরাধে স্বামীর মৃতু্যদন্ড

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২৪, ০০:০০

নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী ফরহাদ হোসেন মন্ডলকে মৃতু্যদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এসম তাকে ৩০ হাজার টাকা অর্থদন্ডও দেওয়া হয়। বুধবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনাল আদালতের বিজ্ঞ বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষনা করেছেন। আদালতের স্পেশাল পিপি আনিসুর রহমান জানান, ২০১১ সালের ৭ ডিসেম্বর রাতে স্ত্রী ফাতেমাকে পিটিয়ে হত্যা করে স্বামী ফরহাদ। এ ঘটনায় ফাতেমা বাবা নুর ইসলাম বাদি হয়ে সিংড়া থানায় ফরহাদ হোসেন মন্ডলে, তার বাবা হামিদ আলী, মা ফরিদা ও ছোটভাই ফজলালকে আসামী করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করার পর আদালত ফরহাদের মা-বাবা ও ছোট ভাইকে অব্যহতি দেন। পরে মামলাটি বিচারের জন্য আদালতে পাঠানো হলে স্বাক্ষ্য প্রমান শেষে ফরহাদ আলীকে মৃতু্যদন্ডের আদেশ দেন আদলিত। উলেস্নখ্য, মৃতু্যদন্ডপ্রাপ্ত আসামি ফরহাদ আলী বর্তমান পলাতেক রয়েছে।