চাঁদপুরে ১৫ ডায়াগনস্টিক সেন্টারের নেই নিবন্ধন

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২৪, ০০:০০

চাঁদপুর প্রতিনিধি
শিগগিরই জেলার নিবন্ধন ছাড়া ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছে চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ২৪২টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ১৫টি ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স (নিবন্ধন) নেই। বাকি ২২৭টির নিবন্ধন রয়েছে। চাঁদপুর শহরে দুটি এবং হাজীগঞ্জ, কচুয়া ও মতলবে দুটি করে ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন নেই। এর মধ্যে কয়েকটির নিবন্ধন নবায়নের প্রক্রিয়া চলছে। শুধু জেলার হাইমচর উপজেলার সবগুলোর নিবন্ধন রয়েছে। চাঁদপুরের সিভিল সার্জন সাহাদাৎ হোসেন বলেন, 'গেল বছর অভিযান চালিয়ে কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। এখনো ১৫টি ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন নেই। এগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া রয়েছে। শিগগিরই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এগুলো বন্ধ করা হবে।'